বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৩০ লাখ মানুষের ঘরে বই পৌঁছে দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র

নাটোর প্রতিনিধি

বিশ্বসাহিত্য কেন্দ্র দেশের সোয়া চারশ উপজেলার ৩০ হাজার পয়েন্টে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে ৩০ লাখ মানুষের ঘরে বই পৌঁছে দিয়ে দেশে আলোকিত মানুষ তৈরির কাজ করছে।

নাটোর সরকারি গণগ্রন্থাগারে গতকাল আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রকল্প পরিচালক মো. কামাল হোসাইন এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য  রাখেন প্রফেসর সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আবদুর রাজ্জাক, মো. শহীদুল হক সরকার প্রমুখ।

নাট্যব্যক্তিত্ব প্রভাষক ফারুক হোসেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রকল্প উপ-পরিচালক ইফরাত জাহান। নাজবীর হাসানের সভাপতিত্বে ও এফ সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সফিকুল আলম। অনুষ্ঠানে নাটোর ছাড়াও রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার ভ্রাম্যমাণ লাইব্রেরির অনেক পাঠক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির ছয়জন উপ-পরিচালক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর