নতুন বছরের শুরুতেই উত্তরের জেলাগুলোতে তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিনভর বইছে হিমেল হাওয়া। প্রচ- ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। শীতার্ত মানুষ যেতে পারছেন না কাজে। বিশেষ করে ঠান্ডায় নাকাল হয়ে পড়ছেন লালমনিরহাটের ৬৩ চরের মানুষ। সোমবার সারা দিন এ জেলায় সূর্যের দেখা মিলেনি। শীতের প্রকোপে ডায়রিয়া ও নিউমেনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তিস্তাপারের বেশিরভাগ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, লালমনিরহাটের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ৫৩ জন শিশু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. কাসেম আলী বলেন, তৃতীয় দফায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় জেলার শীতার্ত মানুষের জন্য আবারও শীতবস্ত্রের চাহিদা পাঠিয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। দিনাজপুরে শীতজনিত রোগের প্রকোপ : দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে ঘন কুয়াশা ও মেঘলা আকাশে গত তিন দিন ধরে দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। একই সঙ্গে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১৫-২০ জন শীতজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছেন। বহির্বিভাগেও থাকে রোগীর লাইন। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, শীতে মায়েদের একটু বেশি সতর্ক থাকতে হবে। ডায়রিয়ার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পর পর স্যালাইন খাওয়াতে হবে। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কুয়াশার মধ্যে ঘরের বাইরে বের করা যাবে না।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
শীতে নাকাল লালমনিরহাটবাসী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর