নতুন বছরের শুরুতেই উত্তরের জেলাগুলোতে তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিনভর বইছে হিমেল হাওয়া। প্রচ- ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। শীতার্ত মানুষ যেতে পারছেন না কাজে। বিশেষ করে ঠান্ডায় নাকাল হয়ে পড়ছেন লালমনিরহাটের ৬৩ চরের মানুষ। সোমবার সারা দিন এ জেলায় সূর্যের দেখা মিলেনি। শীতের প্রকোপে ডায়রিয়া ও নিউমেনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তিস্তাপারের বেশিরভাগ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, লালমনিরহাটের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ৫৩ জন শিশু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. কাসেম আলী বলেন, তৃতীয় দফায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় জেলার শীতার্ত মানুষের জন্য আবারও শীতবস্ত্রের চাহিদা পাঠিয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। দিনাজপুরে শীতজনিত রোগের প্রকোপ : দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে ঘন কুয়াশা ও মেঘলা আকাশে গত তিন দিন ধরে দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। একই সঙ্গে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১৫-২০ জন শীতজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছেন। বহির্বিভাগেও থাকে রোগীর লাইন। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, শীতে মায়েদের একটু বেশি সতর্ক থাকতে হবে। ডায়রিয়ার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পর পর স্যালাইন খাওয়াতে হবে। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কুয়াশার মধ্যে ঘরের বাইরে বের করা যাবে না।
শিরোনাম
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার