শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

ফরিদপুর বগুড়ায় আরও দুজন

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গা ও বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোহাম্মদপুর সড়কে এস আলম বাসের ধাক্কায় মোকাম্মেল হক চৌধুরী (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাম্মেল হক চৌধুরী সাতকানিয়ার বাজালিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

তিনি বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন। নগরীর মোহাম্মদপুর এলাকায় তার বাসা। ঘটনাস্থল থেকে পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।  ভাঙ্গা : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লার চারা বটতলা এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মাহমুদুল খুলনা জেলার খালিশপুর থানার খালিশপুর গ্রামের আ. সালামের ছেলে। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেতু ডিলাক্সের একটি বাস পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক মাহমুদুল হাসান (৩০) ও আরোহী সাদ্দাম হোসেন (৩০) রাস্তায়  সিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-ভ-১৫-২০৭৫) রাস্তার উপর পড়ে থাকা মাহমুদুলকে চাপা দেয়। পুলিশ বাস ও প্রাইভেটকার জব্দ করেছে। আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আলামিন নামে এক কিশোর নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার বড়আখিড়া গ্রামের হবিবরের ছেলে। আহত একই গ্রামের ফরহাদ হোসেন (২৮) ও আব্দুল আলিমকে (৩৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার বড়আখিড়ার মোড়ে যাত্রী বোঝাই ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল আলিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরহাদকে নওগাঁ আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর