রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় চার শতাধিক রক্তদাতার মিলনমেলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার রক্তদানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চারণের ৮ম বছর পূর্তি শনিবার কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার রক্তদানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সঞ্চারণের চার শতাধিক কর্মী অংশ নেন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আছাদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল খায়ের মুন্সী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু এবং সাংবাদিক শাহাজাদা এমরান প্রমুখ।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মহৎ কাজ। সঞ্চারণের তরুণরা নিয়মিত মহৎ কাজটি করে আসছে, যা এ প্রজন্মের জন্য দারুণ প্রেরণার। ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবে।   

 

সর্বশেষ খবর