সড়ক দুর্ঘটনায় গতকাল বিভিন্ন জেলায় নয়জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে বাসচাপায় মৃত্যু হয়েছে কলেজছাত্রের। নাটোরে ট্রাক চাপায় সাইকেল আরোহী, নেত্রকোনায় লরিচাপা ও ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী, গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, ইজিবাইকের ধাক্কায় শিশু, ফেনীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী, বগুড়ায় ট্রাকচাপায় বিশ্ব ইজতেমার মুসল্লি, শরীয়তপুরে ট্রাকের ধাক্কায় ট্রলির হেলপার প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম : মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় বাসচাপায় কলেজছাত্র সাইদুল ইসলাম (১৮) নিহত এবং অনাবিল হায়দার তমাল (১৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারা গ্রামের আবু মোহাম্মদ হানিফের ছেলে। আহত অনাবিল হায়দার তমাল একই উপজেলার উত্তর সোনাপাহাড় গ্রামের আহাদ মিয়ার ছেলে। নাটোর : বনপাড়া-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় ট্রাকচাপায় সাহাজুল ইসলাম নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাহিমালি গ্রামের আবদুল হালিম মোল্লার ছেলে। নেত্রকোনা : নেত্রকোনা-কেন্দুয়া সড়কে গতকাল লরিচাপায় শফিকুল ইসলাম কাঞ্চন ফকির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মদনপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবদুুুল গফুরের ছেলে। অন্যদিকে বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে বালুবাহী ট্রাকের চাপায় জুয়েল নামের আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এক শিশু ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এবং টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের জাফর কাজীর ছেলে রিয়াদ কাজী (৭) ও বাগেরহাটের বাসিন্দা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম। এছাড়া ফেনীর বোগদাদিয়া নামক স্থানে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেন জনি (২১) নামে এক যুবক, বগুড়ার শেরপুর উপজেলার ধুনকুন্ডি এলাকায় সাইদুর রহমান নামে এক মুসল্লি, শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের ধাক্কায় ইয়াকুব নামে ট্রলির হেলপার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে রানা (৩০) নামের এক পিকআপ মালিক প্রাণ হারিয়েছেন। নিহত রানা নরসিংদী জেলার জাঙ্গালিয়া পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
সড়ক দুর্ঘটনায় ৯ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর