সড়ক দুর্ঘটনায় গতকাল বিভিন্ন জেলায় নয়জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে বাসচাপায় মৃত্যু হয়েছে কলেজছাত্রের। নাটোরে ট্রাক চাপায় সাইকেল আরোহী, নেত্রকোনায় লরিচাপা ও ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী, গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, ইজিবাইকের ধাক্কায় শিশু, ফেনীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী, বগুড়ায় ট্রাকচাপায় বিশ্ব ইজতেমার মুসল্লি, শরীয়তপুরে ট্রাকের ধাক্কায় ট্রলির হেলপার প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম : মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় বাসচাপায় কলেজছাত্র সাইদুল ইসলাম (১৮) নিহত এবং অনাবিল হায়দার তমাল (১৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারা গ্রামের আবু মোহাম্মদ হানিফের ছেলে। আহত অনাবিল হায়দার তমাল একই উপজেলার উত্তর সোনাপাহাড় গ্রামের আহাদ মিয়ার ছেলে। নাটোর : বনপাড়া-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় ট্রাকচাপায় সাহাজুল ইসলাম নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাহিমালি গ্রামের আবদুল হালিম মোল্লার ছেলে। নেত্রকোনা : নেত্রকোনা-কেন্দুয়া সড়কে গতকাল লরিচাপায় শফিকুল ইসলাম কাঞ্চন ফকির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মদনপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবদুুুল গফুরের ছেলে। অন্যদিকে বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে বালুবাহী ট্রাকের চাপায় জুয়েল নামের আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এক শিশু ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এবং টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের জাফর কাজীর ছেলে রিয়াদ কাজী (৭) ও বাগেরহাটের বাসিন্দা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম। এছাড়া ফেনীর বোগদাদিয়া নামক স্থানে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেন জনি (২১) নামে এক যুবক, বগুড়ার শেরপুর উপজেলার ধুনকুন্ডি এলাকায় সাইদুর রহমান নামে এক মুসল্লি, শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের ধাক্কায় ইয়াকুব নামে ট্রলির হেলপার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে রানা (৩০) নামের এক পিকআপ মালিক প্রাণ হারিয়েছেন। নিহত রানা নরসিংদী জেলার জাঙ্গালিয়া পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা