পঞ্চগড়ে হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ডিপ্লোমাধারী এসব চিকিৎসক প্রত্যন্ত এলাকার হাটবাজারে ওষুধের দোকানগুলোতে চেম্বার খুলে বসেছেন। সপ্তাহের প্রতিদিনই এসব নামধারী ডাক্তার চেম্বারে বসে চিকিৎসা প্রদান করছেন। তাদের নামে মাইকিং করা হয়। গ্রামীণ জনপদের নিম্ন আয়ের মানুষেরা মাইকিংয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম শুনে সেবা নিতে ছুটে আসেন। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কোনো নজরদারি না থাকায় প্রতারক চিকিৎসকদের দৌরাত্ম্য থামছে না। সম্প্রতি একজন প্যারা মেডিকেলের ডিপ্লোমাধারী চিকিৎসকের বিরুদ্ধে জেলা সিভিল সার্জনের কাছে এমন অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে পঞ্চগড় জেলা ও জেলার বাইরে ডিপ্লোমা ইন প্যারা মেডিকেল অপটিক ফিজিশিয়ান আইয়ুব আলীর প্রায় অর্ধশত চেম্বার রয়েছে। শুরুতে নামের আগে ডাক্তার ব্যবহার করলেও পরে তা কৌশলে সরিয়ে নেন এই চিকিৎসক। গ্রামগঞ্জে তাকে চোখ, ই এনটি ও মাথাব্যথা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বলে মাইকিং করা হয়। তার চিকিৎসার কারণে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার শরিফ হোসেন (৪) নামে এক শিশুর জীবন সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তার কান ও চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই শিশু ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবার গত মঙ্গলবার সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযোগে জানা যায় গত ছয়মাস আগে ৪ বছরের ছেলে শরিফ হোসেনের কানে সংক্রমণ হলে গত বছরের ২৪ নভেম্বর তেঁতুলিয়া বাজারের খান ফার্মেসিতে বসা ডিপ্লোমা ইন প্যারা মেডিকেল আইয়ুব আলীর শরণাপন্ন হন। ১৫ দিনের চিকিৎসায় কোনো ফলাফল না পেয়ে আবার শিশুটিকে আয়ুব আলীর তিরনই হাট বাজারের চেম্বারে নিয়ে যাওয়া হয়। আয়ুব আলী ৩০০ টাকা ফি নিয়ে কানের ভেতর একের পর এক সিরিঞ্জ দিয়ে পানি স্প্রে করেন। কয়েকদিন পরেই শরিফের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে তার পরিবারের লোকজন। পরিবারের লোকজন বুঝতে পারেন শিশুটি দেখতে পাচ্ছে না এমনকি কানেও শুনছে না। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
পঞ্চগড়ে বেড়েছে হাতুড়ে ডাক্তারের দৌরাত্ম্য
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর