পঞ্চগড়ে হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ডিপ্লোমাধারী এসব চিকিৎসক প্রত্যন্ত এলাকার হাটবাজারে ওষুধের দোকানগুলোতে চেম্বার খুলে বসেছেন। সপ্তাহের প্রতিদিনই এসব নামধারী ডাক্তার চেম্বারে বসে চিকিৎসা প্রদান করছেন। তাদের নামে মাইকিং করা হয়। গ্রামীণ জনপদের নিম্ন আয়ের মানুষেরা মাইকিংয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম শুনে সেবা নিতে ছুটে আসেন। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কোনো নজরদারি না থাকায় প্রতারক চিকিৎসকদের দৌরাত্ম্য থামছে না। সম্প্রতি একজন প্যারা মেডিকেলের ডিপ্লোমাধারী চিকিৎসকের বিরুদ্ধে জেলা সিভিল সার্জনের কাছে এমন অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে পঞ্চগড় জেলা ও জেলার বাইরে ডিপ্লোমা ইন প্যারা মেডিকেল অপটিক ফিজিশিয়ান আইয়ুব আলীর প্রায় অর্ধশত চেম্বার রয়েছে। শুরুতে নামের আগে ডাক্তার ব্যবহার করলেও পরে তা কৌশলে সরিয়ে নেন এই চিকিৎসক। গ্রামগঞ্জে তাকে চোখ, ই এনটি ও মাথাব্যথা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বলে মাইকিং করা হয়। তার চিকিৎসার কারণে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার শরিফ হোসেন (৪) নামে এক শিশুর জীবন সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তার কান ও চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই শিশু ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবার গত মঙ্গলবার সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযোগে জানা যায় গত ছয়মাস আগে ৪ বছরের ছেলে শরিফ হোসেনের কানে সংক্রমণ হলে গত বছরের ২৪ নভেম্বর তেঁতুলিয়া বাজারের খান ফার্মেসিতে বসা ডিপ্লোমা ইন প্যারা মেডিকেল আইয়ুব আলীর শরণাপন্ন হন। ১৫ দিনের চিকিৎসায় কোনো ফলাফল না পেয়ে আবার শিশুটিকে আয়ুব আলীর তিরনই হাট বাজারের চেম্বারে নিয়ে যাওয়া হয়। আয়ুব আলী ৩০০ টাকা ফি নিয়ে কানের ভেতর একের পর এক সিরিঞ্জ দিয়ে পানি স্প্রে করেন। কয়েকদিন পরেই শরিফের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে তার পরিবারের লোকজন। পরিবারের লোকজন বুঝতে পারেন শিশুটি দেখতে পাচ্ছে না এমনকি কানেও শুনছে না। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
পঞ্চগড়ে বেড়েছে হাতুড়ে ডাক্তারের দৌরাত্ম্য
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর