বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জনজীবন কামড়ে ধরেছে শীত

পঞ্চগড় প্রতিনিধি

জনজীবন কামড়ে ধরেছে শীত

মাঘের শীত কামড়ে ধরেছে পঞ্চগড়ের জনজীবন। পানিতে বরফের মতো ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশায় আবৃত থাকছে সবকিছু। হাত পা কেঁপে উঠছে। দিনের বেলা একটু কম হলেও সন্ধ্যার পরই ঠান্ডা কামড়ে ধরছে যেন। শহরে সুনসান নিরবতা। বাড়িতে বাড়িতে তাই আগুন পোহানোর ব্যবস্থা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গভীর এই শৈতপ্রবাহ আরও কিছুদিন চলবে। পঞ্চগড়ে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অব্যাহত শীতের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। বাড়ছে ঠান্ডা জনিত রোগ।

শিশুরা নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশিতে ভুগছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। কাজকাম কমে গেছে। ফলে আয় কমেছে দিনে আনে দিনে খায় মানুষের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর