শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বগুড়ার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এবার সরিষা আবাদে ঝুঁকে পড়েছেন। মাঠের পর মাঠ হলুদের সমাহার প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে ধারণা করছে কৃষি বিভাগ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অন্য যে কোনো আবাদের চেয়ে সরিষা চাষে তুলনামূলক খরচ কম এবং পরিশ্রমও কম। এ উপজেলায় গতবারের চেয়ে এবার বেশি জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা। চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। গতবার সরিষা আবাদ হয়েছিল ৩ হাজার হেক্টর জমিতে। তুলনামুলক ভাবে এবার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ বেড়েছে। আলু চাষ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে। মরিচ চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে, রসুন চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে, গম চাষ হয়েছে ২০ হেক্টর জমিতে। বগুড়ার নন্দীগ্রাম পৗর এলাকার সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, এবার তিনি ৭০বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। ধান চাষের চেয়ে সরিষা চাষ করা ভালো। অল্প পরিশ্রমে বেশি লাভ পাওয়া যায়। তাছাড়া সরিষা ঘরে তোলার পর ওই জমিতে বোরো ধান চাষ করা হবে। সরিষার জমিতে ধানের ফলন বেশি হয়। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ মশিদুল হক জানান, সরিষা চাষিদের যথাসময়ে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রকার সরিষার জমিতে রোগ বালাই আক্রমণ করতে না পারে সে দিকে কৃষি বিভাগের নজর রয়েছে। প্রাকৃতিক দৃর্যোগ না হলে এবার সরিষার বাম্পার ফলন হবে।

সর্বশেষ খবর