সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডাকাতিয়া নদীতে মাছ ধরার উৎসব

লাকসাম প্রতিনিধি

ডাকাতিয়া নদীতে মাছ ধরার উৎসব

ডাকাতিয়া নদীতে মাছ শিকারিরা -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীতে গতকাল শতাধিক মাছ শিকারি মাছ ধরার উৎসবে অংশ নেন। জানা যায়, এক সময় ডাকাতিয়া নদীতে বছরব্যাপী বিভিন্ন প্রজাতির দেশীয় সুস্বাদু মাছ পাওয়া যেত। কালের বিবর্তনে নদীটি সংকুচিত হওয়ায় এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। চলতি শীত মৌসুমেই নদীটির বিভিন্ন স্থান শুকিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু বা কোমর সমান পানি। লাকসামের তারাপাইয়া গ্রামের জাহাঙ্গীর আলম জানান, ডাকাতিয়া নদী আমাদের ঐতিহ্য। ডাকাতিয়ার পানি সেচ কাজে ব্যবহৃত হয়। এ নদীতে যে মাছ পাওয়া যায় তা খুবই সুস্বাদু। পলো দিয়ে মাছ ধরার আনন্দটা ছিল ব্যতিক্রম। মাছ পাওয়া থেকেও উৎসবে অংশ নেওয়াটা ছিল সবার কাছে আনন্দের।

সর্বশেষ খবর