রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্যাথল্যাবের যাত্রা শুরু ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ প্রতিনিধি

ক্যাথল্যাবের যাত্রা শুরু ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে এই প্রথম বহুল প্রত্যাশিত কার্ডিয়াক ক্যাথল্যাব চালু করা হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বিভাগে এর উদ্বোধন করেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. এমএ বারিসহ দেশের বিভিন্ন হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের কনফারেন্স রুমে প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিমিয়কালে

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ক্যাথল্যাব চালু হওয়ায় এনজিওগ্রাম পরীক্ষার পর রোগীদের স্বল্পমূল্যে রিং পরানো, প্রেসমেকার স্থাপন ও হার্টের ভাল্ব রিপেয়ারিংসহ বাইপাস সার্জারি করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর