বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, মমতাজ উদ্দিন ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের নেতা। ৭৫’র ১৫ আগস্টের পর তিনি প্রতিকূল পরিবেশে বগুড়ায় আওয়ামী লীগের হাল ধরেছিলেন। মমতাজ উদ্দিন কখনও আওয়ামী লীগের বাইরে রাজনীতি করেননি। গতকাল বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ খোকন পার্কে মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, হায়দার আলী, টি জামান নিকেতা, টিএম মুসা পেস্তা, অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. আমানুল্লাহ্্, শাহ্্ আব্দুল খালেক, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, অ্যাড. তবিবর রহমান তবি, মুনসুর রহমান মুন্নু, অ্যাড. জাকির হোসেন নবাব, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাড. শফিকুল আলম আক্কাস, আনিছুজ্জামান মিন্টু, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ।
এসএম রুহুল মোমিন তারিক, এসএম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আবুল কাশেম ফকির, অ্যাড. মন্তেজার রহমান মন্টু, আবু সুফিয়ান সফিক প্রমুখ।