কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রাম। এখানে দুই বছর ধরে নির্মাণ কাজ চলছে আনুমানিক ২০ হাত লম্বা একটি ব্রিজের। কবে কাজ শেষ হবে কেউ জানে না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, কাজীপাড়ারে ব্রিজ হয়ে যাতায়াত করে দিশাবন্দ, লক্ষ্মীনগর, নোয়াপাড়া, উনাইশার, রাজাপাড়া ও আবাসন প্রকল্পসহ বিভিন্ন গ্রামের লক্ষাধিক মানুষ। পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া যাওয়ার একমাত্র সড়ক এটি। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে যাতায়াতে এ সড়কটি ব্যবহার করা হয়। ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কে যানজট থাকলে বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হয় পুরাতন বিমান বন্দর যাওয়ার এ সড়ক। সূত্র আরও জানায়, কাজীপাড়ায় এয়ারপোর্ট খালের উপর ব্রিজটি যান চলাচলের উপযোগী থাকলেও তা ভেঙে ফেলা হয়। সেখানে সিটি করপোরেশন নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। ব্রিজের ফাউন্ডেশন নির্মাণের পর দুই বছর ধরে কোনো কাজ হয়নি। সম্প্রতি কিছু মাটি কাটার কাজ করতে দেখা যায়। ব্রিজ নির্মাণাধীন থাকায় এয়ারপোর্ট খালে বাঁধ দিয়ে রাখা হয়েছে। এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কাজীপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দুই বছরেও কেন ব্রিজটির কাজ হচ্ছে না বুঝতে পারছি না। দিশাবন্দ এলাকার শিক্ষার্থী আবু সুফিয়ান রাসেল বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ বলেন, এ নিয়ে সিটি করপোরেশনকে বার বার বলা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘ব্রিজটি নিয়ে একটি সংস্থার সঙ্গে একটু সমস্যা হয়েছিল। এখন কাজ কি অবস্থায় তা জেনে বলতে পারব।’
শিরোনাম
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা