বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ইউএনওকে হুমকি দেওয়া নিয়ে দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় এমপি এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে গতকাল ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর বিকালে উপজেলা চেয়ারম্যান গ্রুপ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ আবদুল মজিদ, একেএম সিদ্দিকুর রহমান আবুল, আবুল কাশেম প্রধান, মানিক মিয়া ইমন প্রমুখ। সিদ্দিকুর রহমান আবুল বলেন, হাইব্রিড আওয়ামী লীগারদের অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, দুর্নীতিতে হোমনা কলুষিত হচ্ছে। উল্লেখ্য গত ৪ মার্চ  মুজিববর্ষের ব্যানার টানানোকে কেন্দ্র করে ইউএনও তাপ্তি চাকমার বিরুদ্ধে হকার্স লীগের উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হয়। সম্প্রতি স্থানীয় এমপি ইউএনওর প্রত্যাহার দাবি করায় প্রশাসন তাকে ছুটিতে পাঠায়। ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগ দেন। ইউএনওর প্রত্যাহার দাবি করায় ক্ষুব্ধ হন এমপির প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম  ও তার স্বামী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ।

সর্বশেষ খবর