শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ঈশাখাঁ এক্সপ্রেস বন্ধ হয়ে গেল

দীর্ঘ প্রায় ৪০ বছর চলাচল করার পর গতকাল থেকে বন্ধ হয়ে গেছে ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করত। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার জয়নাল মিয়া জানান, ট্রেনটির আপ ও ডাউন দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনটি বন্ধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেলিফোন অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে কী কারণে বন্ধ করা হয়েছে, সে বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলে তিনি জানান। -কিশোরগঞ্জ প্রতিনিধি

জামালপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

জামালপুরে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানী নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি সালেমুজ্জামান জানান, গতকাল দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে ধর্ষিত ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। -জামালপুর প্রতিনিধি

৪৯ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আদালতের নির্দেশে মৃত্যুর ৪৯ দিন পর কবর থেকে ইয়াকুব ভূইয়ার (৬৫) মরদেহ উত্তোলন করেছে পুলিশ। উপজেলার দগরীসার কেন্দ্রীয় কবরস্থান থেকে গতকাল লাশটি তোলা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস, আশুগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাস উপস্থিত ছিলেন। ইয়াকুব একই এলাকার আব্দুল হেকিম মিয়ার ছেলে। জানা যায়, প্রতিপক্ষের হামলায় আহত হয়ে গত ২৩ জানুয়ারি সকালে ইয়াকুব ভূইয়া মারা যান। এই ঘটনার ২৮ দিন পর নিহতের চাচা সিরাজুল ইসলাম হত্যা মামলা করেন। এই মামলায় ৬ ফেব্রুয়ারি আদালতের বিচারক লাশের ময়নাতদন্তের জন্য কবরস্থান থেকে উত্তোলনের নির্দেশ দেন।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নদীতে বৃদ্ধের লাশ

সিলেটের বিশ্বনাথ উপজেলায়  নিখোঁজের চার দিন পর গ্রামের পাশের নদী থেকে এক বৃদ্ধের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। তার নাম যতিন্দ্র কুমার দাস (৫৫)। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের হরেন্দ্র কুমারের ছেলে।

-বিশ্বনাথ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর