ব্যস্ত কুমিল্লা নগরীতে এখন ভিড় নেই। রুদ্ধশ্বাসে ছুটছে মানুষজন। গন্তব্যে পৌঁছে কাজ সেরে আবার বাসায় ফিরছে। রাস্তার পাশে যতটুকু ভিড় তা শুধু নিম্ন আয়ের মানুষজনের। জীবিকার টানে ঝুঁকি নিয়ে বেরিয়েছে তারা। সাধারণ ছুটি ঘোষণা ও সেনা মোতায়েনের খবরের পর মঙ্গলবার থেকে এমনই চিত্র ফুটে ওঠে। সকাল ১০টায় নগরীর অন্যতম প্রবেশদ্বার শাসনগাছা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসচালক ও হেল্পারদের হাঁকডাক আছে। তবে বাসস্ট্যান্ডমুখী যাত্রীদের চাপ নেই। সকাল সোয়া ১০টায় রেসকোর্স পুলিশ লাইন এলাকায় গিয়ে দুই-একটা খাবার দোকান খোলা থাকতে দেখা যায়। বেলা ১১টায় কান্দিরপাড় টাউন হলের সামনে গিয়ে দেখা যায়, কাজের আশায় বসে আছেন জনাত্রিশেক দিনমজুর। সবার সামনে ঝুড়ি আর কোদাল। কেতাদুরস্ত পোশাকের কাউকে দেখলেই এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন কাজের লোক লাগবে কিনা। নীলফামারীর আজাদ থাকেন ধর্মপুরে। জানালেন করোনাভাইরাসের প্রভাবে গতকালও কেউ কাজে নেয়নি। আজ ১১টা হয়ে গেল। কেউ কাজে নেয়নি। আগের কিছু টাকা জমা আছে। এগুলো দিয়ে চলছি। পাশে টাউন হলের মূল ফটক তালাবদ্ধ। পলিথিনে মোড়ানো চা-দোকানগুলো। লিবার্টি চত্বরের চা দোকানগুলোতে নেই আড্ডা। মনোহরপুরে দুই-একজন ক্রেতাকে রসমলাই কিনতে দেখা গেছে। তবে লাইনে দাঁড়ানো ক্রেতাসমাগম চোখে পড়েনি। মনোহরপুরের সোনালী ব্যাংকের মূল ফটকে শতাধিক গ্রাহককে দেখা যায় অপেক্ষা করতে। ঝাউতলা থেকে আসা গৃহিণী আয়েশা জানান, সঞ্চয়পত্রের লভ্যাংশ তুলে নিতে ব্যাংকে এসেছেন। আজ ব্যাংকের সামনে বেশির ভাগ তার মতো। সবাই অপেক্ষা করছে লেনদেন শেষ করে বাসায় কখন ফিরবে। অপেক্ষারত গ্রাহকদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, টিসিবির মাধ্যমে পণ্য পাওয়া যাচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খেটে খাওয়া মানুষদের খাবারের ব্যবস্থা করব।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
কুমিল্লা নগরীতে জীবিকার আশায় নিম্ন আয়ের মানুষ
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর