বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে নেই রোগীর ভিড়

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনের মতো চিকিৎসাসেবা নিতে আসা রোগীর ভিড় নেই। রোজই এ হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রায় ১ হাজার রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু এখন বহির্বিভাগে রোগী হচ্ছে এক শ থেকে দেড় শ।

গতকাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বেড সব খালি। অথচ কদিন আগেও ২৫০ শয্যার এ হাসপাতালে ৪০০ থেকে ৫০০ রোগী থাকত। হাসপাতালটির ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘হাসপাতালেই আসে করোনা রোগী। তেমন প্রতিরোধক সরঞ্জাম না থাকায় তারা আতঙ্কে আছেন।’ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তাহাজ্জেল হোসেন বলেন, ‘আইসোলেশন ওয়ার্ড খুলেছি। তবে এর কোনো সঠিক চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর