মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

চতুর্থ দিনে জেলায় জেলায় দরিদ্রদের খাদ্য সহায়তা

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহনব্যবস্থা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার সহায়তা। গতকাল চতুর্থ দিনের মতো জেলা-উপজেলায় হতদরিদ্রদের মধ্যে স্থানীয় প্রশাসন খাদ্যসমগ্রী বিতরণ করেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে দেওয়া হচ্ছে সহায়তা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রাঙামাটি : জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর এলাকায় ১০০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। রাঙামাটি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগেও কর্মহীন পরিবারগুলোর মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। রাজশাহী : মহানগরী আওয়ামী লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগরী আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’ বরিশাল : বরিশালের ৫০ জন হিজড়াকে ২০ দিনের খাদ্যসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ক্লাব ওয়ান বরিশাল বিভাগের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় ২ শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। পঞ্চগড় : অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। এ সময় স্থানীয় এমপি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট উপস্থিত ছিলেন। চাঁদপুর : হাজীগঞ্জে পত্রিকা হকারদের মধ্যে স্থানীয় প্রশাসন খাদ্য সহায়তা দিয়েছে। হকারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ ছাড়া চাঁদপুরে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ : নিজস্ব উদ্যোগে ৫০০ দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করেছেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। ৫০০ পরিবারকে চাল, ডাল ও আলু বিতরণ করেন জেলা স্বাচিপ সভাপতি ডা. গোলাম রাব্বানী ও তার স্ত্রী সেলিনা বিশ্বাস। এ ছাড়া জেলা মিল মালিক সমিতি জেলা প্রশাসকের কাছে বিনামূল্যে ৫০ মেট্রিক টন চাল প্রদান করেছে দরিদ্রদের সহায়তা দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া : ‘অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্সস স্টুডেন্টস’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ম্যাকসন্স গ্রুপের উদ্যোগে ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম : হোম কোয়ারেন্টাইনে থাকা নি¤œ আয়ের ৬ শতাধিক মানুষকে ব্যক্তি উদ্যোগে চাল, ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করেছেন পৌর মেয়র আবদুল জলিল। অন্যদিকে রূপসী বাংলা হোটেলের মালিক ও জেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু অর্ধশতাধিক কর্মচারীসহ শতাধিক নি¤œ আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। মানিকগঞ্জ : শিবালয়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে ৩ শতাধিক দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মেহেরপুর : মুজিবনগর উপজেলার হতদরিদ্রদের বাড়ি বাড়ি নিজের অর্থে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আমাম হোসেন মিলু ও জুলফি আরা খাতুন কল্পনা দম্পতি। নরসিংদী : পলাশে এমপির ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। চুয়াডাঙ্গা : সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের চাকরিজীবী সেবা সংস্থার আয়োজনে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১২০ পরিবারকে চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, তেল ও মরিচ দেওয়া হয়। ফরিদপুর : ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য কাজী সিরাজুল ইসলামের পক্ষ থেকে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার হতদরিদ্র ৫ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। হবিগঞ্জ : সদর ও লাখাই উপজেলায় ১ হাজার ৪৮০ জন অসচ্ছল লোকের হাতে সরকারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল। কিশোরগঞ্জ : অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে শতাধিক পরিবারের মধ্যে চাল, আলু, ডাল ও মুড়ি বিতরণ করেছে যুবরাজ সংঘ। সুুনামগঞ্জ : ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। টাঙ্গাইল : বাংলাদেশ তুষার সিরামিক লিমিটেডের পরিচালক (অপারেশন) ফরিদুল হক ফারুক পৌর এলাকার দেড় শতাধিক কর্মহীন লোকের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ ও লবণ বিতরণ করেছেন। বগুড়া : জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা গতকাল সারা দিন উপজেলার কুন্দারহাট, কাথমসহ বিভিন্ন গ্রামের কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়া রবিবার ও গতকাল ২০০ দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল পৌঁছে দিয়েছেন সারিয়াকান্দি পৌর মেয়র। জয়পুরহাট : স্থানীয় এমপি অ্যাডভোকেট সামছুল আলম দুদু জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন মহল্লায় খাবার, সাবান ও মাস্ক বিতরণের পাশাপাশি জীবাণুনাশক ছিটিয়ে মানুষকে সচেতন করেন। এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়পুরহাট শাখা নিম্ন আয়ের মানুষের মাধ্যে চাল, ডাল, আলু ও মুড়ি বিতরণ করেছে। ফরিদপুর : সদরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া খাদ্যসামগ্রী ১৮০ পরিবারের মধ্যে বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। নওগাঁ : ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করল নওগাঁ বেলকন গ্রুপ অব ইন্ডাস্ট্রি। এ সময় বেলকন গ্রুপের ডিরেক্টর ও সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজি উপস্থিত ছিলেন। সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর