মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর সংরাইশে নারীকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আবদুল মতিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে গতকাল সকালে তার মৃত্যু হয়। নিহত আবদুল মতিন ওই এলাকার মৃত মনা মিয়ার ছেলে। তিনি কুমিল্লার চকবাজারে চালের আড়তের ব্যবসায়ী ছিলেন। এর আগে রবিবার সন্ধ্যায় নগরীর সংরাইশ শিশু উদ্যান এলাকায় ইভ টিজিং-সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হন। কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল জানান, নারীকে উত্ত্যক্তের বিষয়ে প্রথমে নিহত মতিনের ভাতিজা অভিযুক্ত আলামিনের বন্ধুকে বাধা দেয়। বাধা দেওয়ার সূত্র ধরে আলামিন ও তার সহযোগীরা মতিনের বাড়িতে হামলা করে। হামলায় মতিন, তার ছেলে এবং ভাতিজা আহত হয়। গুরুতর অবস্থায় মতিনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলামিন সংরাইশ এলাকার ইদু মিয়ার ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর