বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
স্যানেটারি ইন্সপেক্টর হত্যা

স্বাস্থ্য কর্মকর্তাসহ নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর সাইফুল ইসলাম (৪০)-কে হত্যার দায়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ ও নিরাপত্তা রক্ষী তরিকুল ইসলামের নামে মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান গতকাল জানান, নিহতের স্ত্রী গুলশান আরার এজাহার মূলে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ইকবাল হোসেন মামলাটি তদন্ত করবেন। এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ ও নিরাপত্তা রক্ষী তরিকুল ইসলামের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় সাইফুল ইসলামকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়। এজাহারে নিরাপত্তা রক্ষী তরিকুলের সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়। সুপরিকল্পিতভাবে এই হত্যাকা-কে ইলেকট্রনিক্স শর্টসার্কিটসহ বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলেও জানানো হয়। উল্লেখ্য, ২৬ মার্চ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অগ্নিদগ্ধ হয় সাইফুল ইসলাম। পরে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

সর্বশেষ খবর