সিলেট, নাটোর, কুমিল্লা, কুড়িগ্রাম ও ফরিদপুরের ভাঙ্গায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- সিলেট : সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে গতকাল দুপুরে ট্রাকচাপায় কামরুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। কামরুল কোম্পানীগঞ্জ উপজেলার বিজয় পাড়ুয়া গ্রামের কোরবান আলীর ছেলে। স্থানীয়রা জানান, পাথরবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান কামরুল। এ ছাড়া অটোর তিন যাত্রী আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নাটোর : গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাসুদ শিধুলী গ্রামের আফাজ ম-লের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে ভ্যানযোগে নয়াবাজার হাট যাওয়ার সময় বিশ^রোড়ে ভ্যান উল্টে তিনি আহত হন। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুমিল্লা : দাউদকান্দিতে ট্রাকচাপায় এক ব্যক্তি (৪৩) নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ছান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লোকটি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগামগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। কুড়িগ্রাম : পৌরসভার জিয়াবাজার এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় ব্যাটারিচালিত এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম (৩৬)। তিনি সদর উপজেলার ছত্রপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত ও এক আরোহী আহত হয়েছেন। ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তানিমুল ইসলাম (৩২)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ইলিয়াস সর্দারের ছেলে।