সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শতাধিক পোশাককর্মীকে বাড়ি পাঠালেন এসিল্যান্ড

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে আবদ্ধ রাখতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করলেও লোকজন তা কোনোভাবেই মানছে না। এরই ধারাবাহিকতায় যাত্রীবাহী বাসে শতাধিক গার্মেন্টকর্মী কর্মস্থল ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু কর্মস্থলে যাওয়ার আগেই ওইসব গার্মেন্টকর্মীকে নিজ বাড়িতে ফেরত পাঠিয়েছেন চিরিরবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান।  গতকাল চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পেট্রলপাম্প থেকে যাত্রীবাহী বাসে ওই গার্মেন্টকর্মীরা নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ থেকে শতাধিক গার্মেন্টকর্মীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দুটি বাস ঠিক করা হয়। গার্মেন্টকর্মীরা বিভিন্ন এলাকার হওয়ার কারণে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক পেট্রলপাম্প থেকে গাড়িগুলো ছাড়ার স্থান স্থির করা হয়। ওই সময় ওই পেট্রলপাম্প এলাকায় লোকজনের সমাগম দেখতে পান করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধের নিয়মিত অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান। ওই সমবেত লোকজনকে তিনি ডেকে নেন এবং জিজ্ঞাসাবাদে জানতে পারেন তারা সবাই গার্মেন্টকর্মী। তারা এখান থেকে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি তাদের ঢাকায় না যাওয়ার জন্য নিরুৎসাহিত করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

সর্বশেষ খবর