রাজবাড়ীর বালিয়াকান্দিতে কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে তাঁর সমাধিতে জেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে দোয়া ও মোনাজাত করা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির সচিব ডা. মো. সেলিম রেজা, সমীর কুমার সরকার ও ড. সরকার আমিন বক্তব্য দেন।