নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক এবং সংগঠনটির ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওসি মঞ্জুরুল হক জানান, তিতাস তার বাড়িতে অবস্থান করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।