মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খাবার নেই বলে ৩৩৩-এ ফোন করে বেকায়দায় যুবক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাতীয় সেবা-৩৩৩ তে ফোন করে খাবার সহযোগিতা চেয়ে বেকায়দায় পড়ছেন বগুড়ার শিবগঞ্জের এক যুবক। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর গতকাল নিজেই তার জন্য খাবার নিয়ে গিয়ে  দেখেন ফোন করা যুবক সচ্ছল পরিবারের। পরে জাতীয় সেবা নিয়ে এমন কা- করায় মৌখিকভাবে তাকে  সতর্ক করা হয়। শিবগঞ্জ ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জাতীয় সেবা-৩৩৩ নম্বরে কল করেন শিবগঞ্জের মোকামতলার শংকরপুর গ্রামের এক যুবক। সে জানায় ঘরে অবস্থান করছি, খাবার নেই। কেউ সহযোগিতা করেনি। তারপর ঠিকানা দিয়ে দেয়। ৩৩৩ এর নির্দেশনা মোতাবেক জরুরি ভিত্তিতে ইউএনও গতকাল সকালে ওই যুবকের বাড়িতে হাজির হয়ে দেখতে পান যুবকটির পরিবার সচ্ছল। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এক ভাই ইনকাম ট্যাক্সে চাকরি করেন। ছেলের এমন কাজে বিব্রত বোধ করেন বাবা। তিনি খাবার সামগ্রী ফিরিয়ে দেন এবং ছেলের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন।

সর্বশেষ খবর