বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৯৯৯-এ ফোন পেয়ে খাবার নিয়ে হাজির ইউএনও

নাটোর প্রতিনিধি

৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুই রিকশাচালকের বাড়িতে গতকাল খাবার নিয়ে হাজির হলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু। ওই দুই রিকশাচালকের বাড়ি সিংড়ার কলম ইউনিয়নের বড়িয়াবাড়ী গ্রামে। বাড়িতে খাবার না থাকায় দুই রিকশাচালক প্রতিবেশীর মোবাইল থেকে ৯৯৯ নম্বরে ফোন দেন। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে শুকনো খাবার, চাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবারের প্যাকেট নিয়ে তাদের বাড়িতে ছুটে যান ইউএনও। তাদের পরিবারের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজখবর রাখার নির্দেশ দেন। ইউএনও নাসরিন বানু এই প্রতিবেদককে বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর