বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

ত্রাণ চাওয়ায় মারধর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধালে ত্রাণ চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ব্যবসায়ীকে মারধর করেছে নারী ইউপি সদস্যের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বাধাল বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী রমজান সরদারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ভিক্টর দাস কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিপ্রা দাসের ছেলে।

এলাকাবাসী ও আহত রমজানের মা জানান, গত সোমবার রমজানের মা ইউপি সদস্য শিপ্রা দাসের কাছে করোনা পরিস্থিতিতে ত্রাণ না পাওয়ার কথা জানান। শিপ্রা দাস তখন তাকে বলেন, তোমরা ভোট দাওনি। যারা ভোট দিয়েছে তারা ত্রাণ পাবে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় বাধাল বাজারে ভিক্টর দাস লোকজন নিয়ে তার ছেলে রমজানকে হাতুরি দিয়ে মারধর করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর