রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

শাহজাদপুরে করোনাতেও থেমে নেই সুদের ব্যবসা

মানসিক নির্যাতনে দিশাহারা ঋণগ্রহীতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহামারী করোনার মধ্যেও থেমে নেই সুদের ব্যবসা। কর্মহীন ঋণগ্রহীতারা সুদের লভ্যাংশ দিতে না পারায় প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিকার চেয়ে ঋণগ্রহীতারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেও ফল পাচ্ছেন না। অভিযোগে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউপির গুধিবাড়ী গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে জয়নাল উদ্দিন। দীর্ঘদিন সুদের ব্যবসা করায় এলাকায় ‘সুদারু’ জয়নাল নামে পরিচিত। এলাকার মানুষের কাছে উচ্চহারে সুদে টাকা লাগান। বিপদগ্রস্ত মানুষ উপায় না পেয়ে উচ্চহারে সুদ নেন। কিন্তু সুদের টাকা দিতে একটু দেরি হলেই নেমে আসে ঋণগ্রহীতার ওপর নির্যাতন। এমনকি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়েও হয়রানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। করোনার কারণে প্রায় তিনমাস মানুষের কর্ম না থাকলেও জয়নালকে সুদ দিতেই হচ্ছে। না দিলে অত্যাচার নির্যাতন-অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। বিএনপির সমর্থক হলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে এলাকায় সুদসহ চোরাকারবারি করে যাচ্ছে। এ অবস্থায় জয়নালের হাত থেকে বাঁচতে স্থানীয়রা থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো সুফল পাচ্ছেন না।  স্থানীয় ভাটপাড়া গ্রামের বাসিন্দা সুমন সাহা জানান, বাবার অসুখের সময় দুই লাখ টাকা জয়নালের কাছ থেকে নিয়েছিলাম। প্রতি সপ্তাহে ২০ হাজার করে টাকা লাভ দিতে হয়। দিয়েওছি। কিন্তু করোনার কারণে দিতে না পারায় বাড়ি এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলার হুমকি দিচ্ছে। গুধিবাড়ী গ্রামের এহিয়া খান জানান, জয়নাল প্রায় এক কোটি টাকা সুদের ওপর লাগিয়েছেন। প্রত্যেক ঋণগ্রহীতার কাছ থেকে স্বাক্ষরিত সাদা চেক ও স্বাক্ষরিত সাদ স্ট্যাম্প নেন।

সর্বশেষ খবর