রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

স্পার বাঁধে ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্পার বাঁধে ধস

যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের আঘাতে সদর উপজেলায় স্পার বাঁধে ধস নেমেছে। এতে প্রায় ২১ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান,  ২০০০-০১ অর্থবছরে ভাঙন রোধসহ যমুনার গতিপথ পরিবর্তনের জন্য শিমলা এলাকায় স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে। গতকাল ভোর থেকে প্রবল বর্ষণ ও যমুনার পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের আঘাতে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গেছে। তিনি জানান, গত ৮ দিনে যমুনা নদীতে রেকর্ড হারে পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকালে শহর রক্ষাবাঁধের হার্ডপয়েন্ট এলাকায় ১২ দশমিক ২৫ মিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমার এক দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর