পঞ্চগড়ে একটি স্পিরিট উৎপাদন কারখানা থেকে নির্গত বর্জ্যরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পৌরসভার বিভিন্ন এলাকায়। বর্জ্য নিষ্কাশনের পাইপ থেকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি মিশে যাচ্ছে টিউবওয়েলের লেয়ারে। টিউবওয়েলের পানিতেও পাওয়া যাচ্ছে দুর্গন্ধ। অন্যদিকে পাইপ ফেটে বর্জ্যরে পানি উন্মুক্তভাবে প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। বর্জ্য নদীতে যাওয়ায় মারা যাচ্ছে মাছ ও জলজ উদ্ভিদও। স্থানীয়দের দাবি প্রতিকারের জন্য কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বার বার দেখা করেও লাভ হয়নি। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, পঞ্চগড় পৌরসভা এলাকার ধাক্কামাড়ায় ৮০ দশকে গড়ে উঠে ওই স্পিরিট কারখানা। এই কারখানায় অ্যালকোহলসহ বিভিন্ন ক্যামিকেল দ্রব্য উৎপন্ন হয়। কারখানা নির্মাণের সময় বর্জ্য নিষ্কাশনের জন্য মাটির নিচে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ পাইপ নির্মাণ করা হয়। সেই থেকে ওই পাইপ দিয়ে বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে নিষ্কাশনের পাইপ সংস্কার না করায় কারখানার বর্জ্য মিশ্রিত পানি টিউবওয়েলের পানির লেয়ারে মিশে যাচ্ছে। এতে টিউবওয়েল থেকে বের হচ্ছে দুর্গন্ধযুক্ত পানি। এই পানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে বর্জ্যরে পানি সরাসরি করোতোয়া নদীতে ফেলায় মাছসহ জলজ উদ্ভিদ ও প্রাণী মরে যাচ্ছে। ইসলামপুর, ধাক্কামাড়া, এবং মিলগেট এলাকার বাসিন্দাদের অভিযোগ, বর্জ্য থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে রাতে তারা ঘুমাতেও পারেন না। ইসলামপুর এলাকার আলেয়া বেগম জানান, তার বাড়ির পাশ দিয়ে বর্জ্য নদীতে পড়ছে। পাইপ ফেটে ছড়িয়ে পড়া ময়লা পানি খেয়ে হাঁস-মুরগি মারা যাচ্ছে। টিউবওয়েলের পানিতে স্পিরিটের গন্ধ পাওয়া যায়। পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম জানান, এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রশাসনকে জানানোর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, ক্যামিকেলজাতীয় কারখানা থেকে নির্গত যে কোনো দুর্গন্ধই স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। সংশ্লিষ্ট কারখানার মালিক বলেন- স্পিরিট কারখানা থেকে নির্গত বর্জ্য পানি পরিবেশের ক্ষতি করে না। কারণ এটা গুড় থেকে তৈরি হয়। আমরা যথাযথ আইন মেনে স্পিরিট উৎপাদন করছি। অতি শিগগিরই শোধনাগার নির্মাণ করা হবে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। কারখানা বর্জ্যরে প্রভাবে পরিবেশ নষ্ট হচ্ছে- প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প