সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

বাবাকে ডাস্টবিনের পাশে ফেলে যায় সন্তানরা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বাবাকে ডাস্টবিনের পাশে ফেলে যায় সন্তানরা

কুমিল্লা নগরীর বাদুরতলা ফয়জুন্নেছা স্কুল সংলগ্ন ডাস্টবিনের পাশে সন্তানদের ফেলে যাওয়া বৃদ্ধ

কুমিল্লা নগরীতে বাবাকে ডাস্টবিনের পাশে ফেলে যায় সন্তানরা। ৯৯৯ নম্বরে কল পেয়ে বাদুরতলা ফয়জুন্নেছা স্কুল সংলগ্ন ডাস্টবিনের পাশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে। হাসপাতালে ভর্তি করার পরে তিনি মারা যান। শ্বাসকষ্ট থাকায় করোনা সন্দেহে তাকে ফেলে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ঠিকানা না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে গতকাল বিকালে দাফন করা হয়েছে বলে জানান আঞ্জুমানে মফিদুল ইসলাম কুমিল্লা শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

পুলিশের সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় পুলিশের কাছে খবর যায় একজন অসুস্থ মানুষ ফয়জুন্নেছা স্কুলের বিপরীতের ডাস্টবিনের পাশে পড়ে আছেন। পুলিশ ঘটনাস্থলে গেলে বৃদ্ধ কেঁঁদে উঠেন। তিনি বললেন, বাবা আমাকে বাঁচান। লোকটির শ্বাসকষ্ট হচ্ছিলো। খুবই অসুস্থ ঠিকমতো কথা বলতে পারছিলেন না। বৃদ্ধকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে বৃদ্ধ তার নাম খোরশেদ মিয়া বলে জানান। কোনো রকমে বললেন, তার সন্তানরা ডাস্টবিনের পাশে ফেলে গেছেন।

সর্বশেষ খবর