সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

বজ্রপাতে যুবকের মৃত্যু

বাগেরহাটের রামপালে বজ্রপাতে সোহাগ গাজী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কামরাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সোহাগ ওই গ্রামের খাদেম গাজীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরের দিকে বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহাগ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি

পিটিয়ে আহত

কুমিল্লার মেঘনায় কে কে উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ স্থলে মাটি ভরাট নিয়ে বিরোধের জেরে ইব্রাহিম খলিল নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় মেঘনা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল হয়েছে। জানা যায়, স্কুলভবনের জায়গা ভরাট ও ভবনের কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় মোশাররফ হোসেনকে গালমন্দ করেন ঠিকাদার হারুনুর রশিদ। একপর্যায়ে ঠিকাদার হারুন ১০/১২ জনকে ডেকে এনে মোশাররফ হোসেনের ছেলে ইব্রাহিমকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করেন। -দাউদকান্দি প্রতিনিধি

মাস্ক না পরায় জরিমানা

ঝালকাঠির রাজাপুরে স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক না পরায় ২৪ ব্যক্তিকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার হাট-বাজার, ব্যাসস্টান্ডসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আদালত এ দন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য করায় বাংলাদেশ দন্ডবিধি ২৬৯ ধারায় ২৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

-ঝালকাঠি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর