শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ কিশোরের জামিন বাতিল সংশোধনাগারে প্রেরণ

প্রেমিকার কাছে হিরো সাজতে হাফেজকে নির্যাতন

শেরপুর প্রতিনিধি

প্রেমিকার কাছে হিরো সাজতে হাফেজকে নির্যাতনের অভিযোগে সেই পাঁচ কিশোরের জামিন বাতিল করে গতকাল তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অভিযুক্তরা হলো- শহরের বটতলা এলাকার গোলাম মাহবুবের ছেলে সিয়াম (১৬), আমিনুল ইসলাম বাবুলের ছেলে শুভ (১৬), বেলাল হোসেনের ছেলে আরমান (১৫), সবুজ মিয়ার ছেলে নাহিদ (১৬) ও সুজন মিয়ার ছেলে সাজেদুল ইসলাম নাসিম (১৭)। এরা সবাই স্কুলছাত্র। গত ৩ আগস্ট শেরপুর পৌরসভার পুরাতন পরিত্যক্ত ভবনে ডেকে হাফেজ আশিকুর রহমান পাপ্পুকে পেটায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য। প্রেমিকার কাছে হিরো সাজতে এ কাজ করেছে বলে জানা গেছে। পিটানোর এই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়। পুলিশের নজরে এলে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ৪ আগস্ট আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে পরদিন আইনের ফাঁক ফোঁকরে অভিযুক্তরা জামিনে ছাড়া পান। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের  শুনানি শেষে নারী ও শিশু আদালতের বিচারক আখতারুজ্জামান তাদের জামিন বাতিল করে গাজীপুর কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাড. গোলাম কিবরিয়া বুলু জানান, বিষয়টি স্পর্শকাতর। গত ৫ আগস্ট জামিন শুনানিকালে বাদীপক্ষ থেকে ঘটনার ভিডিওচিত্র সরবরাহ করা সম্ভব হয়নি। আসামিরা কিশোর হওয়ার পাশাপাশি মামলার অবস্থাও ছিল দুর্বল। ফলে সার্বিক বিবেচনায় তাদের জামিন হয়েছিল। আজ (বৃহস্পতিবার) ঘটনার কারণ, ভিডিওসহ সবকিছু আদালতের দৃষ্টিতে আনা হলে বিচারক তা দেখে এই আদেশ দেন।

সর্বশেষ খবর