বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গোপনে বিয়ে করায় দুই ছাত্রলীগ নেতাকে শোকজ নোটিস

বরগুনা প্রতিনিধি

‘সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করে বিয়ে করায় কেন বহিষ্কার করা হবে না’ তার ব্যাখ্যা দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরগুনা জেলা ছাত্রলীগের দুই নেতাকে নোটিস দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। নোটিসপ্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় : অনিক ও তানভীরকে তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। নোটিস জারির পরপরই বরবেশে সজ্জিত অনিকের সঙ্গে এক নারীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। তানভীর হোসাইনও গোপনে এক পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করেছেন বলে গুঞ্জন চলছে। অনিক বলেন, তার বিয়ে হয়নি, বাগদান হয়েছে। ২০১৫ সালে সর্বশেষ বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। বিভিন্ন ইউনিটের বেশকিছু নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব বিষয়ে এ দুই নেতাকে ব্যাখ্যা দিতে কেন্দ্র ডেকেছে।

সর্বশেষ খবর