শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যান

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যান

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় আছে শত শত যানবাহন। সময়মতো ফেরি পার হতে না পারায় পাটুরিয়া প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যান, অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত গাড়ি পারাপার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পারাপারের জন্য।

গতকাল সরজেমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগেই প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাটে দুটি ট্রাক টার্মিনালে পারের অপেক্ষায় রয়েছে আরও কয়েকশ ট্রাক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে।

সর্বশেষ খবর