শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

১০ বিঘার ফুলগাছ কর্তন

নওগাঁ প্রতিনিধি

১০ বিঘার ফুলগাছ কর্তন

নওগাঁর ধামইরহাটে কেটে ফেলা ফুলের বাগান -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর ধামইরহাটে ১০ বিঘা জমির ফুল বাগানের কয়েক হাজার গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন বাগান মালিক। কর্মহীন হয়েছেন বাগানের ওপর নির্ভরশীল শতাধিক শ্রমিক। এ ব্যাপারে ধামইরহাট থানায় বৃহস্পতিবার বিকালে অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক জাকারিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শহীদ আবদুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ বিঘা জমি লিজ নিয়ে ফুল চাষ করে আসছিলেন জাকারিয়া। মেয়াদ শেষ হওয়ায় চলতি বছর লিজ নিতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া উৎকোচ দাবি করেন। উৎকোচ না দেওয়ায় দখল ছেড়ে দিতে জাকারিয়াকে চাপ দেন তারা। একপর্যায়ে গত মঙ্গলবার গাছগুলো কেটে ফেলে। গাছ কাটার বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা  গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়ের লিজ দেওয়া জমির মেয়াদ দুই বছর আগেই শেষ হয়েছে। বাগান ছেড়ে দিতে তাকে উকিল নোটিস দেওয়া হয়েছিল। ধামইরহাট থানার ওসি জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর