সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সোনারগাঁয়ে পৌর নির্বাচনে আলোচনায় তিন নারী

মো. আল আমিন, সোনারগাঁও

সোনারগাঁয়ে পৌর নির্বাচনে আলোচনায় তিন নারী

নারয়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে আলোচনায় তিন নারী। আগামী পৌর নির্বাচনে পৃথক তিনটি রাজনৈতিক দল থেকে মনোনীত হয়ে ভোটের মাঠে লড়াই করতে চান তারা। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্ত্রী ডালিয়া লিয়াকতকে এরই মধ্যে নাগরিক কমিটি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নৌকার প্রতীক নিয়ে লড়াই করতে চান যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরুন্নেছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাসরিন সুলতানা ঝরা। ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে থাকতে চাইছেন বিএনপি নেত্রী রোকসানা আক্তার।

জানা গেছে, গত নির্বাচনে বর্তমান মেয়রের হয়ে প্রচার-প্রচারণা অংশ নিয়েছিলেন ডালিয়া। যে কারণে তিনি একজন পরিচিত মুখ। মহিলা সংস্থার নেত্রী হওয়ায় নারীদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় মতবিনিময়র করছেন। এছাড়া সম্প্রতি সোনারগাঁ সফরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ডালিয়াকে জয়যুক্ত করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।বিএনপি-জামাত জোট সরকার আমলে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সোনারগাঁয়ের সন্তান নাসরিন সুলতানা ঝরাও পৌর নির্বাচনে লড়তে জোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি নৌকা প্রতীক পাওয়ার ব্যাপরে আশাবাদী।

এদিকে, বিএনপি থেকে মনোনয়ন পেতে আশাবাদী রোকসানা আক্তার। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

সর্বশেষ খবর