রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই গ্রুপের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হক মাঝি গতকাল দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আবদুল হক মাঝি (৫৫) সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর করমুল্যা গ্রামের আমিন উল্যার ছেলে এবং স্থানীয় মান্নান মেম্বার গ্রুপের লোক ছিলেন। ঘটনার দিন রাতে সংঘর্ষের সময় স্থানীয় হত্যা মামলার আসামি রিয়াজের নেতৃত্বে আনোয়ার ও আল আমিনসহ বেশ কয়েকজন নিহতের দোকানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং তাকে কুপিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় ঢাকা নিলে দুই দিন পর গতকাল দুপুরে তার মৃত্যু হয়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান আবদুল হক মাঝি।

নিহতের ফুফাতো ভাই ও এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান মেম্বার অভিযোগ করেন, স্থানীয় বাবুল ডাক্তারের মদদে যুবদল ও শিবিরের ক্যাডাররা এ হত্যাকা- ঘটিয়েছে।

সর্বশেষ খবর