মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল পশ্চিমাপাড়া-দেবিপুর সড়কে যাতায়াতের একমাত্র ব্রিজটি ভেঙে যাওয়ায় তা মরণফাঁদে পরিণত হয়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে চার ইউনিয়নের মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় গ্রামবাসী বাধ্য হয়ে বাঁশের খুঁটি দিয়ে ব্রিজটি কোনোরকমে চলাচলের উপযোগী রেখেছে। এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে চার ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য এ ব্রিজটি নির্মাণ করা হয়। বছর পাঁচেক আগে ব্রিজটি ভেঙে গেলে সংস্কার বা নির্মাণের আর কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। বর্তমানে গ্রামবাসী বাঁশের খুঁটি দিয়ে ব্রিজটি ঠেকনা দিয়ে চলাচল করছেন। এছাড়া মাঠের ফসল ঘরে তুলে বাজারজাত করতে চরম বেগ পেতে হয় কৃষককে। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ দিয়ে পার হচ্ছে এলাকবাসী। ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পার হচ্ছে মোটরসাইকেল, শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। যানবাহন পারাপার করতে গিয়ে ব্রিজ থেকে পড়ে দুর্ঘটনায় পড়েছেন। আবার অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। মারাও গিয়েছেন কমপক্ষে ২ জন। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ ভাঙাচোরা হওয়ার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অনেকেই পঙ্গুত্ববরণ করছেন। এ সড়ক দিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর ভেড়ামারার সঙ্গে মেহেরপুর জেলার হাজার হাজার মানুষ চলাচলের সহজ পথ। কিন্তু ব্রিজটি ভাঙার কারনে গাংনী বামন্দী হয়ে দৌলতপুরে যাতায়াত করতে হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই ব্রিজটি তৈরি করার চেষ্টা করছি। ব্রিজটি বাস্তবায়নে প্রক্রিয়া চলমান আছে।