মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল পশ্চিমাপাড়া-দেবিপুর সড়কে যাতায়াতের একমাত্র ব্রিজটি ভেঙে যাওয়ায় তা মরণফাঁদে পরিণত হয়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে চার ইউনিয়নের মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় গ্রামবাসী বাধ্য হয়ে বাঁশের খুঁটি দিয়ে ব্রিজটি কোনোরকমে চলাচলের উপযোগী রেখেছে। এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে চার ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য এ ব্রিজটি নির্মাণ করা হয়। বছর পাঁচেক আগে ব্রিজটি ভেঙে গেলে সংস্কার বা নির্মাণের আর কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। বর্তমানে গ্রামবাসী বাঁশের খুঁটি দিয়ে ব্রিজটি ঠেকনা দিয়ে চলাচল করছেন। এছাড়া মাঠের ফসল ঘরে তুলে বাজারজাত করতে চরম বেগ পেতে হয় কৃষককে। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ দিয়ে পার হচ্ছে এলাকবাসী। ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পার হচ্ছে মোটরসাইকেল, শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। যানবাহন পারাপার করতে গিয়ে ব্রিজ থেকে পড়ে দুর্ঘটনায় পড়েছেন। আবার অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। মারাও গিয়েছেন কমপক্ষে ২ জন। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ ভাঙাচোরা হওয়ার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অনেকেই পঙ্গুত্ববরণ করছেন। এ সড়ক দিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর ভেড়ামারার সঙ্গে মেহেরপুর জেলার হাজার হাজার মানুষ চলাচলের সহজ পথ। কিন্তু ব্রিজটি ভাঙার কারনে গাংনী বামন্দী হয়ে দৌলতপুরে যাতায়াত করতে হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই ব্রিজটি তৈরি করার চেষ্টা করছি। ব্রিজটি বাস্তবায়নে প্রক্রিয়া চলমান আছে।
শিরোনাম
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
বাঁশের খুঁটিতে ব্রিজ
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর