শিরোনাম
মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৩০ লাখ টাকার ক্ষতি হতাশ মাছচাষিরা

নওগাঁ প্রতিনিধি

ধামইরহাটে অজ্ঞাত রোগে গুলসা জাতীয় টেংরা মাছে মড়ক লেগেছে। এ কারণে মাছ চাষিরা হতাশায় ভুগছেন। জানা গেছে, উপজেলার জগদল ও ছোট শিবপুর মৌজার বেশ কিছু পুকুরে চাষকৃত টেংরা মাছের পিঠে ও লেজের অংশে পচন ধরে খসে পড়ছে। জগদল গ্রামের মাছ চাষি বোরহান উদ্দিন বলেন, ‘রোগের নাম আমরা জানি না। ফিড ব্যবসায়ীদের পরামর্শে বিভিন্ন ওষুধ প্রয়োগ করছি। কিন্তু মড়ক থামছে না। মৎস্য কর্মকর্তাদের চিনি না বিধায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

সর্বশেষ খবর