রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফেনী ও শ্রীমঙ্গল মুক্ত দিবস আজ

ফেনী ও শ্রীমঙ্গল প্রতিনিধি

আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর আক্রমণের মুখে পাক হানাদার বাহিনী চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। পরের দিন সকালে ল্যাফট্যানেন্ট কর্নেল বীর বিক্রম জাফর ইমামের (মুক্তিযুদ্ধ চলাকালীন ক্যাপ্টেন) ফেনী সার্কিট হাউসে (বর্তমানে সওজ এর রেস্ট হাউস) বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সন্ধ্যায় জয়নাল আবেদিন ভিপির নেতৃত্বে বিএলএফ (মুুজিব বাহিনী) প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস। ৭১’র এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে শহর ছেড়ে পালিয়েছিল পাকবাহিনী। দিবসটি উপলক্ষে আজ বিকালে শহরের চৌমুহনা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পী কল্যাণ সংস্থা।

এছাড়া উদ্দীপ্ত তারুণ্য সংঘটন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সন্মাননা, জাগরণের গান, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন সংঘটনের উদ্যোগে বধ্যভূমি-৭১ এ পুস্পস্তবক অর্পণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর