শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারি ভবন দখল করে হাঁস-মুরগির দোকান

ঠাকুরগাঁও প্রতিনিধি

সরকারি ভবন দখল করে হাঁস-মুরগির দোকান

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় উপসরকারী কৃষি কর্মকর্তার পরিত্যক্ত আসাবিক ভবন দখল করে হাঁস-মুরগির দোকান নির্মাণ ও কিছু অংশ বিক্রির অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, ভবনের দুটি কক্ষে কাজ করছেন এক দর্জি। বিএনপির অফিসের দখলে আছে দুটি রুম। বাকি কক্ষগুলোতে হাঁস-মুরগি পালন করা হচ্ছে। ভবনের এক পাশে পড়ে আছে নেশাজাতীয় দ্রব্য। যা দেখে সহজেই বোঝা যায়, সেখানে প্রতি রাতে বসে মাদক-জুয়ার আড্ডা। জানা যায়, পাকিস্তান আমলে রুহিয়া ইউনিয়নে উপ-সরকারি কৃষি কর্মকর্তাদের জন্য ৫১ শতক জমির ওপর একতলা আবাসিক ভবন নির্মাণ করা হয়। নির্মাণের পর শাহজাহান আলী নামে এক কর্মকর্তা সপরিবারে বসবাস করেন। ৯৬ সালে তার অবসরের পর আরেক কর্মকর্তা এলে স্থানীয় এক ব্যক্তি তাকে মারধর করেন। তিনি ভয়ে কোয়ার্টার ছেড়ে যান। এরপর যে যার মতো দখল করতে শুরু করে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামালসহ অনেকে জানান, ১৯৬৬ সাল থেকে দেখে আসছি ভবনটি বিএস কোয়ার্টার। এটা সরকারি জমি, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। দখলে অভিযুক্ত মোতাহার চৌধুরী নামে একজন নিজেকে ওই জমির মালিকানা দাবি করে বলেন, সরকার ও বিএনপি আমাদের জমি দখল করে আছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বলেন, ‘আমরা কারও জমিতে অফিস করিনি। আর বিএস কোয়ার্টার তো কৃষি অফিসের জমিতে নেই।

তাহলে জমি কার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কিছু জানি না। জেলা কৃষি দফতরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, ‘রুহিয়ায় একটি বিএস কোয়ার্টার আছে। অর্থের অভাবে সংস্কার করতে না পারায় ভবনটি পড়ে আছে। ভবনটি সরকারি জমিতে।’

সর্বশেষ খবর