সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চাঁদপুরে তীব্র গ্যাস সংকট

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব ও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে এবং জেলা শহরের ব্যাংক কলোনি, কোড়ালিয়া, বকুলতলা, স্ট্যান্ড রোড, পূর্ব জাফরাবাদ, রামদাসদী, রঘুনাথপুরসহ বেশকিছু আবাসিক এলাকায় বাখরাবাদ গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। পূর্বে সমস্যা কিছুটা কম থাকলেও, কিছুদিন ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ব্যাংক কলোনির গৃহিণী শারমিন বেগম জানান, দিনের বেলায় গ্যাস পাওয়া যায় না। রাতের বেলায় কিছুটা গ্যাস পেলেও দিনে না পাওয়ায় রাতেই দিনের খাবার রান্না করতে হচ্ছে। বিষয়টি গ্যাস অফিসে  জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। কয়েকজন চাকরিজীবী মহিলা জানান, সরবরাহ লাইনে গ্যাসের চাপ না থাকায় সকালে যথাসময়ে রান্না করতে পারছেন না অনেকে ফলে ভোগান্তি বাড়ছে। বিষয়টি বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার না  পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও  কোড়ালীয়া ও  মুন্সী বাড়ির বাসিন্দা গৃহবধূ রহিমা  বেগম ও সাথী আক্তার জানান, আমাদের আশেপাশে প্রায় সবারই সরবরাহ লাইনে সংকট রয়েছে।

 রাত ৯টার দিকে গ্যাস সরবরাহ অল্প পরিমান থাকলেও, ভোরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দিনের বেলায় বেশির ভাগ সময় গ্যাস সরবরাহ থাকে না। দিনে যদি কখনো কিছুটা গ্যাস সরবরাহ থাকে। তা দিয়ে রান্নার চুলায় আগুন জ্বলে না। শহরের বিভিন্ন এলাকায় দেখা  গেছে, গৃহিনীরা কেউ লাকড়ি চুলা ও সিলিন্ডার গ্যাসে রান্না করছেন। এতে পরিবারের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন একদিকে লাকড়ি ও সিলিন্ডার কিনে ব্যবহার করছি। অপরদিকে গ্যাস না পেয়েও প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি। আবার কেউ কেউ বলছেন একবার একত্রে তিন বেলার রান্না করে থাকি। তাছাড়া রাতের বেলায় তীব্র শীতে না ঘুমিয়েই রান্না করতে হচ্ছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন বিক্রয় ও বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মহিবুর রহমান রতন জানান, জেলার কয়েকটি জায়গায় ও চাঁদপুর শহরের কিছু এলাকায় পিক আওয়ারে গ্যাস সরবরাহ সমস্যা হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ইতিমধ্যে হেড অফিস ডিস্ট্রিবিউশন লাইনের কাজের জন্য একটি টেন্ডার করেছে। আশা করছি আগামী ১/২ মাসের মধ্যে সেই কাজ হয়ে গেলে গ্রাহকদের এই সংকট অনেকাংশেই লাঘব হবে।

সর্বশেষ খবর