শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মুজিববর্ষে ঘর পাচ্ছেন ৯ লাখ গৃহহীন : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মুজিববর্ষে ৯ লাখ গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬৪ জেলা ও উপজেলার গৃহহীন পরিবার এসব ঘর পাচ্ছেন। স্বাস্থ্যসেবার জন্য ৩৩৩-এ সেবা পেয়েছেন ২০ লাখ মানুষ। ৯৯৯-এ ফোন করে ২ কোটি ৫৭ লাখ মানুষ সেবা গ্রহণ করেছেন।  এসব ডিজিটাল বাংলাদেশের অবদান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। ২০৩৫ সালের মধ্য বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। তিনি গতকাল  সিংড়া উপজেলার লালোর মাঝগ্রামে ঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর প্রদান প্রকল্পের ৩টি ঘরের কাজ পরিদর্শন করেন। ৭০০ পরিবারকে চাদর ও কম্বল প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর