দিনাজপুরের পার্বতীপুরে এক আঞ্চলিক সড়কের পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। এমন বেহাল দশার কারণে চরম দুর্ভোগে স্থানীয় কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার মোমিনপুর ইউপির জসাই মোড় থেকে জসাইহাট যাওয়ার সড়কে এই বেহাল দশা বিরাজ করছে। এ সড়কের বিভিন্ন স্থানে রয়েছে ছোট-বড় গর্ত। শুষ্ক মৌসুমে ধুলা-বালি ও বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকায় বোঝার উপায় নেই সড়কের গর্তের চিহ্নগুলো। তাই পিছু ছাড়ে না দুর্ভোগ। এ সড়কটির নানা স্থানে খানাখন্দে ভরা। ফলে চলাচল করতে গিয়ে প্রতিদিন নাকাল হতে হচ্ছে আশপাশের কয়েক গ্রামের সাধারণ মানুষকে। এই সড়কটি প্রশস্থকরণসহ সংস্কার হবে বলে জানান মোমিনপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল। মোমিনপুর ইউপির উত্তর বাসুদেবপুর গ্রামের রণজিত রায় জানায়, প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে। আসা-যাওয়ার সময় যখনই এ পথের কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়। বিশেষ করে যেদিন জসাই হাট বসে, সেদিন এই সড়কে দূর-দূরান্তের মানুষ আসা-যাওয়ার সময় বেশি দুর্ভোগে পড়েন। এই সড়কের পাশে কয়েকটি ইটভাটা আছে। শুষ্ক মৌসুমে ইটভাটায় ট্রাক্টরগুলোর যাতায়াতে ধূলিময় করে তোলে সড়ক। এ ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল বলেন, জসাই মোড়-জসাইহাট পর্যন্ত পাঁচ কিমি আঞ্চলিক এই সড়কে বিভিন্ন জায়গায় খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগগিরই এই সড়কটি প্রশস্থকরণসহ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হচ্ছে।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার