দিনাজপুরের পার্বতীপুরে এক আঞ্চলিক সড়কের পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। এমন বেহাল দশার কারণে চরম দুর্ভোগে স্থানীয় কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার মোমিনপুর ইউপির জসাই মোড় থেকে জসাইহাট যাওয়ার সড়কে এই বেহাল দশা বিরাজ করছে। এ সড়কের বিভিন্ন স্থানে রয়েছে ছোট-বড় গর্ত। শুষ্ক মৌসুমে ধুলা-বালি ও বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকায় বোঝার উপায় নেই সড়কের গর্তের চিহ্নগুলো। তাই পিছু ছাড়ে না দুর্ভোগ। এ সড়কটির নানা স্থানে খানাখন্দে ভরা। ফলে চলাচল করতে গিয়ে প্রতিদিন নাকাল হতে হচ্ছে আশপাশের কয়েক গ্রামের সাধারণ মানুষকে। এই সড়কটি প্রশস্থকরণসহ সংস্কার হবে বলে জানান মোমিনপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল। মোমিনপুর ইউপির উত্তর বাসুদেবপুর গ্রামের রণজিত রায় জানায়, প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে। আসা-যাওয়ার সময় যখনই এ পথের কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়। বিশেষ করে যেদিন জসাই হাট বসে, সেদিন এই সড়কে দূর-দূরান্তের মানুষ আসা-যাওয়ার সময় বেশি দুর্ভোগে পড়েন। এই সড়কের পাশে কয়েকটি ইটভাটা আছে। শুষ্ক মৌসুমে ইটভাটায় ট্রাক্টরগুলোর যাতায়াতে ধূলিময় করে তোলে সড়ক। এ ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল বলেন, জসাই মোড়-জসাইহাট পর্যন্ত পাঁচ কিমি আঞ্চলিক এই সড়কে বিভিন্ন জায়গায় খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগগিরই এই সড়কটি প্রশস্থকরণসহ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হচ্ছে।
শিরোনাম
- ‘কুলি’-তে আমির খানের রাফ লুক, ফার্স্ট লুকেই চমক
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত অন্তত ৬৩
- রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর