বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আলুর আবাদে গুরুত্ব দেওয়া হচ্ছে : কৃষিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমানে বছরে এক কোটি টনের বেশি উন্নত জাতের আলু উৎপাদন হচ্ছে। দেশে চাহিদা রয়েছে ৬০-৭০ লাখ টনের মতো। দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে চাহিদা কম। সে জন্য বিদেশে চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে নিরলস কাজ করছে। মন্ত্রী গতকাল নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ আলু উৎপাদন খামার পরিদর্শন শেষে এ কথা বলেন।

সর্বশেষ খবর