বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

খেতেই শুকিয়ে যাচ্ছে আখ চাষির মুখে বিষাদের ছায়া

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের শ্যামপুর চিনিকল বন্ধ থাকায় খেতেই শুকিয়ে যাচ্ছে আখ। চোখের সামনে কৃষকের স্বপ্ন ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। তাদের চোখে মুখে এখন বিষাদের ছায়া। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন শ্যামপুর চিনিকলসহ ছয়টি চিনিকলে চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শ্যামপুর চিনিকলের উৎপাদিত কৃষকের আখ জয়পুরহাট চিনিকলে মাড়াইয়ের জন্য নির্ধারণ করা হয়। জয়পুরহাট চিনিকলে এ পর্যন্ত শ্যামপুর কল কর্তৃপক্ষ মাত্র ৬ হাজার মেট্রিক টন আখ কিনে সরবরাহ করতে পেরেছে। এখনো শ্যামপুর চিনিকল জোন এলাকায় জমিতে আখ রয়েছে ৫৪ হাজার মেট্রিকটন। শ্যামপুর চিনিকল কর্তৃপক্ষ এভাবে আখ ক্রয় করতে থাকলে আরও ৪-৫ মাস সময় লাগবে। আখের আয়ুষ্কাল ১২ থেকে ১৩ মাস। এর বেশি সময় জমিতে থাকলে রস শুকিয়ে আখ খড়ি হয়ে যাবে। এখন অনেক কৃষকের আখের বয়স ১৪ মাস পেরিয়ে গেছে। শ্যামপুরের আখচাষি সামসুজ্জামান জানান, তার দুই একর জমির আখ খেতেই শুকিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ খবর