বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবৈধ দখলে ফুটপাথ

চাঁদপুর প্রতিনিধি

অবৈধ দখলে ফুটপাথ

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-গৌরিপুর সড়কের ফুটপাথ দখল করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্কুল-কলেজ শিক্ষার্থীসহ পথচারীরা ফুটপাথ রেখে সড়ক দিয়ে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। সাচার-গৌরিপুর সড়ক দিয়ে যানবাহন চলাচলে দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকে। এই ব্যস্ত সড়কে পথচারী ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। সরেজমিন দেখা যায়, সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য পাকা রাস্তার উভয় অংশে আলাদা ফুটপাথ রয়েছে। মূল পাকা রাস্তার উত্তর পাশে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রয়েছে। রাস্তার অংশ দিয়ে পথচারীরা প্রতিনিয়ত চলাচল করা ছাড়াও দুটি বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় সাড়ে ৩ হাজার ছাত্রছাত্রী চলাচল করে থাকে। প্রতিষ্ঠান দুটিতে যাওয়া-আসার জন্য সীমানা প্রাচীরের পূর্ব-দক্ষিণ অংশে একটি গেট আছে। এই গেট দিয়ে যাতায়াত করতে রাস্তা ব্যতীত ভিন্ন কোনো রাস্তা নেই। এই রাস্তার ফুটপাথে স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি জনসাধারণের বাধা উপেক্ষা করে ছয় থেকে সাতটি টিনের টং দোকান নির্মাণ করেছেন। সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনাক্রমে সীমানা প্রাচীরের সঙ্গে কয়েকটি টং দোকান নির্মাণ করা হয়েছে। এই জায়গাটি ফাঁকা থাকায় পথচারী মলমূত্র ত্যাগ করে। মূলত বিদ্যালয় দুটির পরিবেশ ঠিক রাখার জন্যই এই টং দোকানগুলো করা হয়েছে। সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের চলাচলের জন্যই মূলত এই ফুটপাথ করা হয়েছিল। স্থানীয় প্রভাবশালী মহল টং দোকান ঘর নির্মাণ করায় শিক্ষার্থীসহ পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর