চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-গৌরিপুর সড়কের ফুটপাথ দখল করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্কুল-কলেজ শিক্ষার্থীসহ পথচারীরা ফুটপাথ রেখে সড়ক দিয়ে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। সাচার-গৌরিপুর সড়ক দিয়ে যানবাহন চলাচলে দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকে। এই ব্যস্ত সড়কে পথচারী ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। সরেজমিন দেখা যায়, সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য পাকা রাস্তার উভয় অংশে আলাদা ফুটপাথ রয়েছে। মূল পাকা রাস্তার উত্তর পাশে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রয়েছে। রাস্তার অংশ দিয়ে পথচারীরা প্রতিনিয়ত চলাচল করা ছাড়াও দুটি বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় সাড়ে ৩ হাজার ছাত্রছাত্রী চলাচল করে থাকে। প্রতিষ্ঠান দুটিতে যাওয়া-আসার জন্য সীমানা প্রাচীরের পূর্ব-দক্ষিণ অংশে একটি গেট আছে। এই গেট দিয়ে যাতায়াত করতে রাস্তা ব্যতীত ভিন্ন কোনো রাস্তা নেই। এই রাস্তার ফুটপাথে স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি জনসাধারণের বাধা উপেক্ষা করে ছয় থেকে সাতটি টিনের টং দোকান নির্মাণ করেছেন। সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনাক্রমে সীমানা প্রাচীরের সঙ্গে কয়েকটি টং দোকান নির্মাণ করা হয়েছে। এই জায়গাটি ফাঁকা থাকায় পথচারী মলমূত্র ত্যাগ করে। মূলত বিদ্যালয় দুটির পরিবেশ ঠিক রাখার জন্যই এই টং দোকানগুলো করা হয়েছে। সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের চলাচলের জন্যই মূলত এই ফুটপাথ করা হয়েছিল। স্থানীয় প্রভাবশালী মহল টং দোকান ঘর নির্মাণ করায় শিক্ষার্থীসহ পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ