কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকার বাঁধ। এ বাঁধ পদ্মা নদীর ভাঙনরোধে নির্মিত স্থায়ী বাঁধের পাড় ঘেঁষে নির্মাণ করা হয়েছিল। হুমকিতে পড়েছে ব্লক দ্বারা নির্মিত স্থায়ী বাঁধ। জানা গেছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি ও ইসলামপুরে স্থায়ী বাঁধ সংলগ্ন এলাকায় অবাধে চলছে বালি উত্তোলন। এলাকার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালি তোলার এ উৎসবে মেতেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। স্থানীয়রা জানান, ফিলিপনগরের গোলাবাড়ি ও ইসলামপুরে বাঁধ থেকে দেড় শ থেকে ২০০ গজ দূর থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। প্রতিদিন শত শত ট্রলি ভর্তি বালি সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে। এলাকার প্রভাবশালী ব্যক্তি বালি তোলার সঙ্গে জড়িত থাকার কারণে কেউ মুখ খুলতে সাহস করে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি প্রভাবশালী মহল প্রতিদিন বালি তোলায় লিপ্ত রয়েছেন। তারা ট্রলি প্রতি ৫০০ টাকা করে আদায় করে থাকেন। স্থানীয়দের অভিযোগ এভাবে পদ্মা নদীর পাড় ঘেঁষে বালি তোলা হচ্ছে তাতে আগামী বর্ষা মৌসুমে বাঁধে ধস নামতে পারে। ফলে আবারও বাড়ি ঘর পদ্মা গর্ভে বিলীন হতে পারে। সেই সঙ্গে সহায় সম্পদ হারা হতে হবে এ এলাকার অনেককে। তারা জানান, প্রতিদিন গড়ে প্রায় দুই থেকে ৩০০ ট্রলি বালি তোলা হয়ে থাকে। আর এসব ট্রলি থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে থাকেন একটি প্রভাবশালী চক্র। আদায় হওয়া এ অর্থ উচ্চপর্যায় থেকে নিম্ন এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, ‘ঘটনা জেনে সহকারী কমিশনার (ভূমি) বালু কাটা বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি। প্রসঙ্গত, ২০১৬ সালে ১১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে শত কোটি টাকার বাঁধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর