রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রচারণায় দিনবদলের প্রতিশ্রুতি প্রার্থীদের

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

প্রচারণায় দিনবদলের প্রতিশ্রুতি প্রার্থীদের

চতুর্থ ধাপে পৌরসভার ভোট আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রার্থীদের প্রচার-প্রচারণায় চলছে নির্বাচনের দিনবদলের প্রতিশ্রুতি নিয়ে। পুরো পৌর এলাকাজুড়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের সঙ্গে চলছে গণসংযোগ ও উঠান বৈঠক। এ চিত্রটি হচ্ছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই মাঠে নেমে জয়ের নেশায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। রাত-দিন চালাচ্ছেন প্রচারণা। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকার। আর ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে তা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন পৌর যুবলীগের কামরুজ্জামান মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগের  দেলোয়ার হোসেন দুলু, সাবেক যুবলীগ নেতা আরিফ আহমেদ বিপ্লব। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে রয়েছেন লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদ ও মনিরুজ্জামান তুহিন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও বিএনপির কোনো বিদ্রোহী নেই। তবে দলের মধ্যে তীব্র গ্রুপিং থাকায় বিএনপির ভোট কোন দিকে যাবে তা বলা মুশকিল। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। আওয়ামী লীগের প্রার্থী নিমাই সরকার বলেছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনকে নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুললেও সেটি সঠিক নয়। প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করবে। এদিকে, বিএনপির প্রার্থী আলিমুজ্জামান সেলু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বলেন, আমি চাই নিরপেক্ষ ভোট হোক। সেই ভোটে যে নির্বাচিত হবে তাকেই আমরা মেনে নেব। স্বতন্ত্র অপর প্রার্থী কামরুজ্জামান মিঠু বলেন, নগরকান্দা পৌর নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট যাতে অনুষ্ঠিত হয় সেদিকে প্রশাসন দৃষ্টি দেবেন। এটাই কামনা করি। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।

ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ও তাদের কর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের জমজমাট প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নগরকান্দায় পৌর এলাকায়। এবারের নির্বাচনে শুধু মেয়র প্রার্থীরাই নয়। কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচারণা চলছে। প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। এবারের নির্বাচনে মোট ভোটার হচ্ছে ৮ হাজার ৬৩৭ জন। মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর