বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইটনায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র পেতে গুনতে হয়েছে টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষায় প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা দিতে হয়েছে পরীক্ষার্থীদের। এ ব্যাপারে পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, কলেজ কর্তৃপক্ষ রসিদ ছাড়াই চলতি ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র বাবদ প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে নিয়েছেন। ডিগ্রি পরীক্ষার্থী রিয়াদুল হাসান হৃদয় জানান, ফরম ফিলআপের সময় ১২৯ জন পরীক্ষার্থীর কাছ থেকে কেন্দ্র ফিসহ ২ হাজার ৪০০ টাকা করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে গত ১৫ ফেব্রুয়ারি তারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন জানান, প্রবেশপত্র বাবদ নয়, কেন্দ্র ফি বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। নির্ধারিত কেন্দ্র ফি ৪৫০ টাকা। কিন্তু এবার করোনার কারণে ১৫০ টাকা কমে প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। বাকি টাকা অন্য খাত থেকে নিয়ে জমা দিতে হবে বলে তিনি জানান। ফরম ফিলআপের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। ইটনার ইউএনও নাফিসা আক্তার বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর